নাহিদ

নাহিদ রেইনস নামক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিএনপির বিরুদ্ধে ‘ডিপ ফেইক’ বা সহজে বললে ‘গুজব প্রচার করছে’ বলে অভিযোগ তুলে সেই নাহিদকে নিয়েই ভুলে ভরা তথ্য সংবাদ সম্মেলনে প্রচার করলেন বিএনপির যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন ‘নাহিদ রেইন একজন দাগী আসামী’। কিন্তু বাস্তবতা হলো নাহিদ রেইনস কখনো গ্রেফতার হননি। তার বিরুদ্ধে ক্রিমনাল রেকর্ডও নেই।

রিজভী দাবি করেন, নাহিদ রেইনসের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিএনপি চেয়ারপার্সন সহ শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে ডিপ ফেইক ভিডিও ও অডিও প্রচার করা হচ্ছে। এ সময় নিজের বক্তব্যের সমর্থনে ডিসেম্বরে প্রকাশিত ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনও সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন রিজভী। তিনি বলেন, বিবিসি সহ আন্তর্জাতিক ও দেশের বেশ কিছু সুনামধন্য গণমাধ্যমের লোগো ব্যবহার করেও অনেক সময় ডিপ ফেইক ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিব যোগাযোগ মাধ্যমে। আর এর সব কিছুই করছে সরকার।

আরও পড়ুন : রিজভীকে বিএনপির না

কিন্তু ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন ঘুরে দেখা যায়, সেখানে নাহিদ রেইনসের নাম উল্লেখ নেই। উল্টো সম্প্রতি সময়ে ফেসবুকে দৈনিক ১০-৩০টি ভিডিও সম্প্রচার হচ্ছে যার মূলত সরকারকে লক্ষ্য করে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে তৈরি করা হচ্ছে। এ ভিডিওগুলোতে সিএনএন, বিবিসি, আল-জাজারি বা বাংলাদেশের টেলিভশন সময়, একাত্তুর, ইন্ডিপেন্ডেন্ট টিভিসহ বিভিন্ন পত্রিকার লোগো নিউজের অংশ ব্যবহৃত হচ্ছে। ফেসবুকে প্রচারিত তেমনি এক ভিডিও এটি (https://www.facebook.com/voiceofbanglafbpage/videos/326426353766196/) যার শিরোনামে লেখা হয়েছে ‘আঃ লীগ শেষ নির্বাচন আবার হবে/ সিঙ্গাপুরে গোপন বৈঠক বিএনপি পিটার হাসের/‘। এ ছাড়াও ইউটিউবে সেনাবাহিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে নিয়ে এমন অসংখ্য গুজব ভিত্তিক ভিডিও প্রতিদিন প্রকাশিত হচ্ছে, যার আক্রমণের কেন্দ্রে থাকে সরকার এবং সেখানে বিএনপির পক্ষ নিয়ে কথাগুলো বলা হয়।

আরও পড়ুন : এক্সক্লুসিভ – বিএনপি নেতা রিজভীর বাবা কুখ্যাত রাজাকার কুদ্দুসকে বস্তায় ভরে নদীতে ফেলা হয়েছিল

rizvi-bnpকিন্তু কেনো নাহিদ রেইনসকে লক্ষ্য করে ব্যক্তি আক্রমণে যাচ্ছে একটি দল। সংবাদ সম্মেলন করে কেনো নাহিদ রেইনসের নামে ‘দাগি আসামী’ হবার মিথ্যা অভিযোগ করলো বিএনপি তার অফিসিয়াল সংবাদ সম্মেলনে? এই প্রশ্ন করা হলে নাহিদ রেইনস জানান, আসলে রিজভী সাহেব সত্য কথাই বলেছেন। আসলেই ইউটিউব এবং ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমের লোগো ব্যবহার করে বা খণ্ড সংবাদ প্রকাশ করে গুজব করা হচ্ছে।

[নাহিদ রেইনসকে গুজবকারি বলে নিজেই গুজবের পসরা নিয়ে হাজির রিজভি]

কিন্তু তিনি যে বিষয়টি বলতে ভুলে গেছেন তা হলো, এ ধরণের গুজব বিএনপি থেকে করা হচ্ছে বিগত ৬-৭ বছর ধরে এবং এর বিরুদ্ধে আমার লড়াইটাও চলছে তখন থেকে। তাদের এমন অনেক গুজবের দাঁতভাঙ্গা জবাব আমি দিয়েছি আমার দায়বদ্ধতার স্থান থেকে। আর এ কারণেই তারা চাইছে আমি যেনো চুপ হয়ে যাই। কিন্তু আমাকে চুপ করাতে তারা যেই মিথ্যার আশ্রয় নিয়েছে, সেটি দেখে চুপ থাকা সম্ভব নয়। রিজভীয় সাহেবকে প্রমাণ করতে হবে, আমি কোন কোন মামলার আসামী এবং ‘দাগী আসামী’ হিসেবে আমার বিরুদ্ধে কোন কোন মামলা হয়েছে। দলীয় মাইক পেলেই একজন ব্যক্তির বিরুদ্ধে এমন মানহানীকর বক্তব্য দেয়া যাবে, এটা নিশ্চয়ই দেশের আইন সমর্থন করে না। তিনি প্রমাণ দিতে ব্যর্থ হলে আমি কেনো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো না সেটাও জানতে চাই।

আরও পড়ুন :