
কথায় আছে, হাঁড়ির একটা ভাত টিপলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। সেই নীতি অবলম্বনে জি ২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে যে রাজনৈতিক আবর্তন ও জো বাইডেনের সেলফি তা নিয়ে বিএনপি বুঝে গেছে তারা আবারো পাড় খুঁজে পাচ্ছে না। তারা এও বুঝেছে যে, তাদের অনেক কর্মীও যে তলে তলে নিষ্ক্রিয় ও আওয়ামীমুখী হবার চেষ্টায় পথ খুঁজছেন।
এর আগে বিএনপি আমেরিকান কূটনীতিক পিটার হাসের সাথে ছবি তুলে প্রচার করেছিল এই দেখেন তারা আমাদের সাথে আছে বলেই তো এভাবে ছবি তুলেছে। সেখানে তাদের প্রেসিডেন্ট জো বাইডেনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন। কাজেই তাদের দেয়া বিবৃতি অনুযায়ী, তাদের দলের ভেতরই প্রশ্ন উঠতে শুরু হয়েছে তাহলে জো বাইডেনের সাথে ছবি তুলল, তার মানে কি আওয়ামী লীগ কি ক্ষমতায় আসছে ?
[এক সেলফিতে ধ্বসে পরেছে বিএনপির শিবির]
জানা গেছে এসব প্রশ্ন ও জো বাইডেনের সেলফি নিয়ে বেশ অসন্তোষ, হতাশা দেখা গেছে বিএনপি শিবিরে। তাছাড়া তারেক রহমান যে ৩০০ আসনে ২০ কোটি করে ১ জনের কাছে এরকম ১০ জন ঠিক করেছে যাতে ৬০০০ কোটি টাকা তুলতে পারে সেটাও বেরিয়ে এসেছে। এজন্য মুখে মুখে নির্বাচনের কথা বললেও আসলে এরা পালানোর পথ খুঁজছে।
কথার তোড়ে এতদিন যারা বিএনপির রাজনীতির প্রতি বিশ্বাস রেখেছিল তারা এও প্রশ্ন করেছে, বিএনপির কর্মীরা কি আজীবনই তারেক জিয়ার টাকা কামানোর মেশিন হিসেবে থাকবে ? বারবার আন্দোলনের ডেট দিয়ে তাহলে কি তারা শুধুই টাকা উঠান আর মদ গিলেন। আমরা এদের থেকে মুক্তি চাই।
আরও পড়ুনঃ
- কর্মসূচির নামে বিএনপির সহিংসতা সুষ্ঠ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে মারাত্মক হুমকি : মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার
- ফ্যাক্ট যাচাই – সজীব ওয়াজেদ জয়ের নামে ভুয়া পোর্টাল থেকে ছড়ানো গুজব এবং এর সত্যতা
- ১১শ’ কোটি টাকা কর ফাঁকির দায় থেকে মুক্তি পেতে বিদেশি বন্ধুদের দিয়ে সরকারকে চাপ দিচ্ছেন ড. ইউনুস