৭১

একজন সাংবাদিকের দায়িত্ব ঘটনার সত্য উদঘাটন করে জনসম্মুখে প্রকাশ করা। তেমন একটি সত্য উদঘাটন করে প্রকাশ করায় ৭১ ও সময় টিভিকে বর্জনের ডাক দিয়েছে বিএনপি।

71-tv-time-tv-bnpজানা যায়, ৭১ টিভির সামাজিক যোগাযোগমাধ্যম পেইজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় ৮ই আগস্ট মঙ্গলবার সকালে। একই দিনে সময় টিভির পেইজ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয় এর পরপর বর্জনের ডাক দেয় বিএনপি।

আরও পড়ুন : আগস্ট মাসকে কেন্দ্র করে বড় সহিংসতার পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত

কি ছিলো সেই ভিডিও তে? যেটি প্রকাশ করায় বর্জনের ডাক দিলো?

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি চলার দিনে ঢাকা-আরিচাগামী মহাসড়কের উপর জনসাধারণের বিভিন্ন গাড়ি ভাঙচুর করে, ককটেল ফুটিয়ে এবং বিকাশ পরিবহনের একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়ে বিশৃঙ্খলতার সৃষ্টি করে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বিকাশ বাসের চালক মো. আনোয়ার হোসেন (৪২) বাদী হয়ে আশুলিয়ার থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : কানাডার আদালতে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসী দল বিএনপি ২০২৩ সালে এসে আবারও দেশে অরাজকতা সৃষ্টি করতে ২০০৪ সালের মতো সেই পুরনো পথে হাঁটছে

পরবর্তীতে প্রশাসনের একটি অভিযানিক দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যলোচনা করে আসামীদের চিহ্নিত করে প্রশাসন। বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে প্রশাসন।

bnpগ্রেফতারকৃত আসামিরা হলেন – ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

আরও পড়ুন : উত্তরার বিএনএস ভবনের সামনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির দায়িত্ব অবহেলার শাস্তি সভাপতি পদ থেকে অব্যাহতি!

সন্ত্রাসী বিএনপিবাসে আগুন দেওয়ার ভিডিওটি ৭১ ও সময় টিভি থেকে প্রকাশ করা হলে বয়কটের ডাক দেয় বিএনপি। বিএনপির নেতারা বলেছে বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত, অবশেষে ঘটনার সত্য উদঘাটন করায় সাংবাদিকদের উপর চওড়া হয়েছে বিএনপি।

[জানা গেল বিএনপির ৭১ ও সময় টিভিকে বর্জন করার রহস্য!]

গণমাধ্যম কর্মীরা বলছেন, ৭১ ও সময় টিভিকে বর্জনের ডাক দেওয়া মানে সাংবাদিকদের বাকস্বাধীনতা হরন করা। বাংলাদেশ যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, নিশ্চয়ই মতপ্রকাশের স্বাধীনতার ধারণাকে বাদ দিয়ে নয়। সত্য তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।

আরও পড়ুন :