
পারভেজ মোশাররফঃ
২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের শাসক ছিলেন জেনারেল পারভেজ মোশাররফ। ২০০৬ সালে তার আত্মজীবনীমূলক বই ‘ইন দ্য লাইন অব ফায়ার : আ মেমোয়ার’ প্রকাশিত হয়। সেখানে জীবনের নানা কথা তুলে ধরার সঙ্গে সঙ্গে নিজের প্রেমিক সত্তাও পাঠকদের সামনে তুলে ধরেন। মোশাররফ জানান, তার দ্বিতীয় প্রেমিকা ছিলেন এক বাঙালি মেয়ে। যদিও ব্যর্থ হয় সেই প্রেম।
খালেদা জিয়াঃ
সেই নারী এখন থাকেন বাংলাদেশে, করেন রাজনীতি। দুই বার বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়েছেন তিনি। তার সঙ্গে বাংলাদেশের প্রথম স্বৈরশাসকের বিয়ে হয়েছিলো বলেও পারভেজ মোশাররফ তার বইতে উল্লেখ করেন।পারভেজ মোশাররফের বই পড়ে বোঝার বাকি থাকে না। তার প্রেমিকা হিসেবে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুঝিয়েছেন। কারণ খালেদা জিয়া একজন রাজনীতিবিদ, পারভেজ মোশাররফের সাবেক প্রেমিকাও একজন রাজনীতিবিদ। খালেদা জিয়াও দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। পারভেজ মোশাররফের আত্মজীবনীমূলক বই ‘দ্য লাইন অব ফায়ার : আ মেমোয়ার’ অনুসারে, পারভেজ মোশাররফের দ্বিতীয় প্রেমিকাও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
আত্মজীবনীঃ
পারভেজ মোশাররফের আত্মজীবনীর বইতে লেখা হয়, তার বাঙালি প্রেমিকা নাকি বাংলাদেশের প্রথম স্বৈরশাসকের স্ত্রী। খেয়াল করলে দেখা যায়, বাংলাদেশের প্রথম স্বৈরশাসক জিয়াউর রহমান। তার স্ত্রী খালেদা জিয়া। ফলে আর বুঝতে বাকি থাকে না যে, সাবেক পাক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের প্রাক্তন প্রেমিকা বাংলাদেশের এক সময়ের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পারভেজ মোশাররফ তার সেই দ্বিতীয় প্রেমের ইতি টানতে গিয়ে লিখেন, সেই মেয়েটির ইচ্ছে ছিলো আমার সঙ্গে বিয়ে করার। কিন্তু তার পরিবার অন্য এক বাঙালি আর্মির সঙ্গে বিয়ে করিয়ে দেন। বিয়ের পরও মেয়েটি আমার সঙ্গে অনেকবার একান্তে সাক্ষাত করতে চেয়েছিলো। কিন্তু আমি নৈতিকতা থেকে তার কাছে ফিরে যাইনি।
আরও পড়ুনঃ
- জিয়ার ‘হ্যাঁ-না ভোট’ ছিল ক্ষমতা দখলের হাতিয়ার
- “বিএনপিকে দিশাহীন ও নেতৃত্বহীন করার জন্য তারেক রহমান ও মির্জা ফখরুল দায়ী”-রুহুল কবির রিজভী
- বিএনপি আবারও প্রমাণ করলো তারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অপশক্তি,ক্ষমতা দখলের লোভে জামায়াতকে পাশে চায় বিএনপি