জরুরী ভিত্তিতে সাক্ষাৎ করতে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরীকে চিঠি পাঠিয়েছেন ইজরায়েলের লিকুদ পার্টির নেতা ও গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি।

জরুরী ভিত্তিতে সাক্ষাৎ করতে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরীকে চিঠি পাঠিয়েছেন ইজরায়েলের লিকুদ পার্টির নেতা ও গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি।

ডিসেম্বরে পাঠানো এই চিঠিতে জানুয়ারি মাসের ২৯-৩১ তারিখের মধ্যে থাইল্যান্ডের ব্যাংককে একটি বৈঠকের জন্য আমির খসরুর কাছে শিডিউল চেয়েছেন সাফাদি। একই সাথে দুবাইতে ভিপি নুরের সাথে সাক্ষাৎ এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগের কথাও উল্লেখ করেছেন সাফাদি।safadi letter

সাফাদি সেন্টারের অফিসিয়াল লেটার প্যাডে মেন্দি সাফাদির স্বাক্ষর করা এই চিঠিতে বলা হয়েছে, “দুই বছর আগে আমরা বাংলাদেশ বিষয়ে কথা বলেছি। ইতিমধ্যে আমরা ইউরোপ-আমেরিকার পার্লামেন্টে বৈঠক করেছি এবং যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমার বৈঠকের শিডিউল তৈরি আছে।

চিঠিতে সাফাদি বলেন, এই মিটিং এর পুর্বে আমাদের কৌশল ঠিক করা আমার জন্য জরুরী। এ লক্ষ্যে আমি আগামী ২৯-৩১ জানুয়ারির মধ্যে থাইল্যান্ডের ব্যাংককে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি। সাথে আরো কিছু অতিথি থাকবেন। আমাদের কিছু বিষয় নিষ্পত্তি করতে হবে।

এরপর সাফাদি বলেন, জনাব তারেক রহমানের ভারত ও যুক্তরাজ্যের টিমের সাথে আমার গভীর যোগাযোগ আছে এবং দুবাইতে ভিপি নুরের সাথেও দেখা করেছি। কিছু বিষয়ে অগ্রগতি আপনার সাথে শেয়ার করতে চাই। দয়া করে জরুরিভিত্তিতে মিটিং এর একটি শিডিউল ঠিক করুন।

উল্লেখ্য, ইসরাইলের লিকুদ পার্টির এই নেতা মেন্দি এন সাফাদি বাংলাদেশে প্রথম আলোচনায় আসে ২০১৬ সালে। বিদেশে বসে এই মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। বৈঠক শেষে দুজনের ছবি ফাঁস হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। একপর্যায়ে মামলা হলে ওই বিএনপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। একইভাবে চলতি বছরের শুরুতেই মেন্দি এন সাফাদি আলোচনায় আসেন গণপরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে প্রকাশিত এক ছবির মাধ্যমে। আর এরপর আবারও প্রশ্ন ওঠে মেন্দি এন সাফাদিকে নিয়ে।