নুর

ইসরাইলি গোয়েন্দা মেন্দি এন সাফাদির সঙ্গে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের ছবি ফাঁস হয় কয়েকদিন আগেই। ছবিটি নিয়ে নানা নাটকীয়তার জন্ম দেন নুর। যদিও অবশেষে ফাঁস হওয়া কল রেকর্ডে বৈঠকের কথা স্বীকার করেছেন তিনি।

নুরের ছবিটি যেদিন প্রকাশ হয়, সেদিন থেকেই নুরের নাটকীয়তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে তৎপরতা শুরু করেন তার অনুসারীরা। তবে এবারেই প্রথম নয়, ২০১৮ সালে উত্থানের পর থেকেই নুরের নানা অপকর্ম ঢাকতে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপর ছিল তার অনুসারীরা।

আরও পড়ুন : ষড়যন্ত্র করতেই গোপনে বিদেশিদের দ্বারস্থ হচ্ছে বিএনপি

সম্প্রতি দুবাই সফরে গিয়ে ইসরাইলি গোয়েন্দার সঙ্গে বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছবিটি শুরুতেই এডিটেড বলে প্রচারণা শুরু করেন নুরের অন্যতম সহযোগী এবং সমর্থক তারেক।

এই ছবির বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি পোস্ট করতে থাকেন তিনি।

এমনকি বৈঠকের ঘটনার সমালোচনা করায় তন্ময় আহমেদকে শিবির বলে প্রচারণাও করে তারেক।

নুরের সহযোগী তারেকের ফেসবুকে গিয়ে দেখা যায়, ডাকসুর সাবেক এই ভিপির পক্ষে বারবার প্রচার প্রচারণা চালিয়েছেন তিনি। এছাড়াও দেশ বিরোধী নানা বক্তব্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এই যুবক।

আরও পড়ুন : লন্ডনে তারেক জিয়া ও ভোঁতা মালেকের মাফিয়া সাম্রাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের গোমর ফাঁস

এরমধ্যে একটি ভিডিওতে দেখা যায়, রোহিঙ্গাদের ট্রেনিং দিয়ে অস্ত্র, গোলা বারুদ ও গ্রেনেডসহ মিয়ানমারে পাঠানোর দাবি জানিয়েছে সে। এছাড়া হিন্দুদের ধর্মীয় গ্রন্থকে চটি বলে দাবি করেন তিনি এক ভিডিওতে। তার উগ্রবাদী এমন বক্তব্যের জন্য শাস্তি না হওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন নুরের এই সমর্থক।

হুম্মাম কাদেরএর আগে জামায়াতের পক্ষ নিয়ে হুম্মাম কাদেরের সুরে নুর যেভাবে সাফাই গেয়েছিলেন (বাংলাদেশ ভারতের পেটের ভেতর ঢুকে যাবে) সেই বক্তব্যও প্রচার করেছেন তারেক।

এছাড়া ভারতকে নিয়ে বারবার বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন নুরের এই অনুসারী।

নুরের আরেক সহযোগী রাশেদ

রাশেদ খান২০১৮ সাল থেকে রাশেদ খানকে নিজের অনুসারী হিসেবে সঙ্গে রাখছেন নুরুল হক নুর। যদিও ২০২১ সালের জুলাইয়ে আর্থিক লেনদেনসহ সাংগঠনিক কিছু বিষয়ে মনোমালিন্য, সংগঠনে নুরুলের একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা ও জবাবদিহির অভাবসহ বিভিন্ন কারণে নুরের সঙ্গে মনোমালিন্য হয় তার অন্য সঙ্গীদের। এনিয়ে বিরোধের জেরে ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শাতে বলেন নুরুল।

এরপরেও রাশেদ বারবার নুরুলের পক্ষে অপপ্রচারে যুক্ত থেকেছেন।

আরও পড়ুন : মধ্যবিত্তের আবেগ নিয়ে খেলেছে নুর, ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইসরাইলি গোয়েন্দার সঙ্গে বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছবিটি এডিট বলে দাবি করেছিলেন রাশেদ খানও। তিনি ছবিটিকে ফেক বলেও দাবি করেন। তবে নুর নিজে স্বীকার করার পরে মুখে কুলুপ এঁটেছেন রাশেদ।

চট্টগ্রামে মন্দিরে হামলার নেতৃত্বে ভিপি নুরের অনুসারি

২০২১ সালে ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে চট্টগ্রাম নগরীর জেএম সেন হল পূজামণ্ডপে হামলা হয়।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদসেদিন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজের পর মিছিল নিয়ে এসে জেএম সেন হল পূজামণ্ডপের গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় হামলাকারীরা। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

[নুর ও নুরের সহযোগীদের মিথ্যাচারের খতিয়ান]

এ হামলার ঘটনায় পরে যুব অধিকার পরিষদের নেতাকর্মীসহ দশজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর রাজনৈতিক দল বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চট্টগ্রামের ৯ নেতাকর্মী ছিল।

আরও পড়ুন :