ডলার

বিএনপি-জামায়াতসহ বিভিন্ন গোষ্ঠীর মিথ্যাচারের আরেকটি অংশ হলো, দেশ থেকে বৈদেশিক মুদ্রা ‘পাচার’ হয়ে যাচ্ছে নদীর স্রোতের মত। আসলে কী তাই? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো, যা গুজবখোর জনতার মাথায় দূরে থাক, দেশের বড় বড় আঁতেলরাও ভাবে না।

প্রতিবছর বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখা করতে যান বিপুল সংখ্যক শিক্ষার্থী। বাংলাদেশের সাথে শিক্ষাখাতে ব্যয়ের তুলনা করলে বিদেশে পড়ালেখার খরচ সমুদ্রসম। দিন দিন বিদেশে শিক্ষার্থীদের যাওয়ার হার বাড়ছে। সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান বিগত শিক্ষাবর্ষের ১৪তম স্থান থেকে এখন ১৩তম স্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩ গুণেরও বেশি বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ৩,৩১৪ জন থেকে বেড়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন হয়েছে। স্বাধীনতার পরপর ১৯৭৪-১৯৭৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮০ জন।

[ফ্যাক্ট জানুন: বাংলাদেশ থেকে কোথায় যায় এত ডলার? কীভাবে যায়? কারা নিয়ে যায়?]

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে যায় যারা, তাদের অনেকের সাথে কথা বলে জানা গেছে, সেখানকার পড়ালেখা এবং থাকা-খাওয়ার খরচ বছরে কমপক্ষে ১০ লাখ টাকার মত। বিশেষায়িত কোনো কোর্স হলে এই খরচ আরও অন্তত ৩-৪ গুণ বেশি হতে পারে। শুধু তা-ই নয়, বিদেশে পড়ালেখা চলাকালীন সময়ে ব্যাংকে অন্তত ৩০-৪০ লাখ টাকা বা আরও বেশি পরিমাণ অর্থ জমা রাখার বিধান রয়েছে ভর্তির শর্ত অনুসারে। শিক্ষার্থী বিদেশে যদি তার শিক্ষা কার্যক্রম চালানোর জন্য পর্যাপ্ত অর্থ সংকুলান করতে না পারে সেখানে পার্টটাইম চাকরি করার মাধ্যমে, তবে যাবতীয় খরচ দেশ থেকেই ডলার আকারে বিদেশে পাঠাতে হয়।

সাধারণত ইউরোপ, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা এমন কোনো বড় কাজ করার সুযোগ পায় না, যাতে তার পড়ালেখার খরচ পুরোটাই নির্বাহ করতে পারে। তাছাড়া এসব দেশে চাকরির বাজারও অনেক সংকুচিত হয়ে গেছে সাম্প্রতিক বছরগুলোতে। ফলে প্রায় পুরো টাকাটাই দেশ থেকে পাঠাতে হয়। এভাবে দেশ থেকে প্রতি মাসেই বিপুল ডলার চলে যাচ্ছে দেশের বাইরে।

[ফ্যাক্ট জানুন: বাংলাদেশ থেকে কোথায় যায় এত ডলার? কীভাবে যায়? কারা নিয়ে যায়?]

বিএনপি-জামায়াতের গুজবসেল-এর গান্ডুদের পরিবেশিত গুজব গলাধকরণ করার আগে নিজের মস্তিষ্কটাকে খাটানো জরুরি।

আরও পড়ুনঃ