
মুন্সীগঞ্জের সহিংসতার একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সময় অগ্রভাগ থেকে ইটপাটকেল নিক্ষেপ করছেন নিহত যুবদল নেতা শাওন।
ভিডিওতে আরও দেখা যায়, শাওনের সঙ্গে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করছে। একপর্যায়ে শাওন ইট নিক্ষেপ করতে করতে সামনের দিকে চলে গেলে হঠাৎ পেছন থেকে ছোড়া ইট এসে পড়ে তার মাথায়। শাওন লুটিয়ে পড়েন।
[EXCLUSIVE l যুবদলকর্মী শাওনের মৃত্যুঃ বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে]
বিএনপি ও পরিবারের দাবি, পুলিশের ছোড়া গুলি মাথায় লাগে শাওনের। পরে আহত অবস্থায় তাকে আনা হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা যান তিনি। যদিও শাওনের মৃত্যুর আসল কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত।
[EXCLUSIVE l যুবদলকর্মী শাওনের মৃত্যুঃ বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে]
আরও পড়ুনঃ
- ইতিহাসঃ জিয়ার মৃত্যুর পর বিএনপিকে দুর্নীতিবাজ বলে সাব্যস্ত করেছিলেন মির্জা ফখরুল
- এটাই কি বিএনপির “Take Back Bangladesh”!
- দেশ যখন একেবারে শান্ত এবং স্থিতিশীল, তখনই নতুন পরিকল্পনা শুরু করেছে বিএনপি