বিএনপি

২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি জাতীয়তাবাদ ছাত্রদল এর সন্ত্রাসী কর্মকান্ডঃ

১। অধ্যাপক হুমায়ূন আজাদকে কোপানো।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আফতাবকে হত্যা।
৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনূসকে খুন।
৪। চট্টগ্রামে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে হত্যা।
৫। ছাত্রদল নেতা সালেহী দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ তাহের হত্যা।
৬। বুয়েটে মেধাবি শিক্ষার্থী সানী হত্যা।
৭। সিলেটে ছাত্রদলের হামলায় ছাত্রদল কর্মী নিহত।
৮। অন্তঃকোন্দলে ছাত্রদল নেতা খুন, শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ।
৯। অন্তঃকোন্দলে তিতুমীর এর ২ ছাত্রদল নেতা খুন।
১০। সিলেটে বিএনপির দুই গ্রুপের মারামারী, ছাত্রদল নেতা নিহত।
১১। মোহাম্মদপুরে কমিটি গঠন নিয়ে ছাত্রদল নেতা হোসেন খুন।
১২। পটিয়ায় এলডিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা, নিহত ২।
১৩। বগুড়ায় ছাত্রদল কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগ নেতাকে।
১৪। লক্ষীপুরে আওয়ামী লীগ নেতাকে জবাই করেছে ছাত্রদল।

আরও পড়ুন : অতীত অপকর্মের জন্য বিএনপি জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে অনেক আগেই

১৫। রংপুর এ যুবলীগ নেতাকে ড্রীল মেশিন দিয়ে খুচিয়ে রগ কেটে হত্যা করেছে শিবির।
১৬। আসাশুনিতে ছাত্রদল ক্যডারদের তান্ডব, গৃহবধুর স্তন কর্তন।
১৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে(সামসুন্নাহার হল) রাতের আধারে ছাত্রদল ও পুলিশের যৌথ হামলা।
১৮। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যডারদের সাথে ছাত্রদল ক্যডারদের ব্যপক বোমাবাজী ও গুলিবিনিময়
১৯। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যডারদের হামলায় ৩০ ছাত্রীসহ আহত ৫০।
২০। ছাত্রদল যুবদল এর সাথে শিবিরের বন্দুকযুদ্ধ, ২৪ জন গুলিবিদ্ধ, রাজশাহী পলিটেকনিক বন্ধ ঘোষনা।
২১। ফটিকছড়িতে ২ ছাত্রলীগ কর্মীকে হত্যা।
২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় সংগঠন এর সমাবেশে ছাত্রদলের হামলা, শিক্ষকসহ ৫০ আহত।
২৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক অজয় কর খোকনের উপর হামলা।
২৪। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২ জনকে পিটিয়ে আহত।
২৫। বদরুদ্দোজা চৌধুরীর উপর হামলা।

২৬। ডঃ কামালের গাড়ী বহরে হামলা।
২৭। কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল হল দখল।
২৮। বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হামলা।
২৯। বগুড়ায় চাঁদাবাজিকালে এবং মাদারীপুর এ ডাকাতিকালে ৭ ছাত্রদল নেতা জনতার হাতে আটক।
৩০। চট্রগ্রাম মেডিকেলে ছাত্রদল এর ত্রাসের রাজত্ব কায়েম।
৩১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও পুলিশের নির্বিচারে পিটুনি। DUnU5fwVAAAzPk8
৩২। ছাত্রদলের দুই গ্রুপ এ বন্দুকযুদ্ধ ২০ জন গুলিবিদ্ধ।
৩৩। বরগুনায় ছাত্রদলের হামলা ভাংচুর। আহত ৪০, ১৪৪ ধারা জারি।
৩৪। বুয়েটে অনশনকারীদের উপর ছাত্রদল এর হামলা।

৩৫। বগুড়ায় ছাত্রদল নেতা সজীবের বাড়ী থেকে বিপুল অস্ত্র উদ্ধার।
৩৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রদল এর তান্ডব।
৩৭। পদত্যগী সাংসদ মেজর মান্নানের প্রতিষ্ঠানে ছাত্রদল এর তান্ডব।
৩৮। ঢাকায় ছাত্রদল নেতা দ্বারা ব্যবসায়ী অপহরণ।
৩৯। ছাত্রদলের হামলা, পাবনা পলিটেকনিকে অধক্ষসহ ১৫ শিক্ষক লাঞ্চিত, ভাংচুর, তালা।
৪০। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা দ্বারা ছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণ চেষ্টা।
৪১। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রদলের তান্ডব ভাংচুর বোমাবাজী।
৪২। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপর ছাত্রদল এর তান্ডব, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা।
৪৩। হরতালে নারী মিছিলকারীদের উপর ছাত্রদলের হামলা।

৪৪। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই উপদলে সংঘর্ষ, আহত ৫০।
৪৫। সিলেটে ছাত্রদল নেতাদের স্বর্ণের দোকান লুট।
৪৬। শিবির দ্বারা জামায়াতুল এর জঙ্গী গঠন।
৪৭। বিকেএসপিতে দরপত্র ছিনতাইকালে ছাত্রদল নেতা গ্রেপ্তার।
৪৮। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপ এর সংঘর্ষ, আহত ৫।
৪৯। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৫ নেতা কর্মীকে ছাত্রদল নেতাদের পিটুনি।
৫০। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির পিটিয়েছে ছাত্রদল কর্মীকে।
৫১। ইডেনে ছাত্রদল কর্মীদের দ্বারা সাধারণ ছাত্রীদের পিটুনি দিয়ে হলছাড়া।
৫২। ইডেনে ছাত্রদল নেত্রীদের জমজমাট সিটবানিজ্য।

আরও পড়ুন : বিএনপি আমলে নিজেদের জীবন বাঁচানোর জন্য রাজপথে নেমেছে সাধারণ মানুষ

৫৩। হাটহাজারীতে ছাত্রদল ও শিবির সংঘর্ষ, আহত ১০।
৫৪। হাসান আজিজুল হককে কেটে সাগরে ভাসানোর হুমকি শিবিরের।
৫৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের পিটিয়েছে ছাত্রদল।
৫৬। সিলেটে ছাত্রদল শিবিরের তান্ডব, ১০ মটরসাইকেলে আগুন।
৫৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিলে ছাত্রদল এর ককটেল হামলা।
৫৮। আবার রাজশাহী পলিটেকনিকে শিবির ও ছাত্রদল এর সংঘর্ষ।
৫৯। রংপুর কারমাইকেল কলেজে শিবির ও ছাত্রদল এর সংঘর্ষ, বন্ধ ঘোষনা।
৬০। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের দফায় দফায় হামলা, সংবাদিকসহ আহত ২০।
৬১। রংপুর কারমাইকেল কলেজে শিবির ৮ মাসে ৭ বার ছাত্রীনিবাস এ হামলা চালিয়েছে।
৬২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ছাত্রদলের তান্ডব, ছাত্রীকে প্রহার।
৬৩। সিলেট পলিটেকনিকে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ৭। 17 august-770x450

৬৪। মুহসিন হলের দখল নিতে ছাত্রদলের মনির ও আসাদ গ্রুপের প্রচন্ড গোলাগুলি।
৬৫। চট্টগ্রামের শ্রম আদালতে ছাত্রদল ক্যডারদের নজিরবিহীন হামলা।
৬৭। বরিশালে দিনভর ছাত্রদল ক্যডারদের তান্ডব, বিরোধীদলীয় উপনেতা জিম্মি।
৬৮। অস্ত্রহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে রেখেছে ছাত্রদল ।
৬৯। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন স্থানে ছাত্রদল ক্যডারদের হামলা।
৭০। ঢাকা মেডিকেল কলেজে শিবির-ছাত্রদল ক্যডারদের সংঘর্ষ।
৭১। ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫০।
৭২। ছাত্রদল এর হামলায় লন্ডভন্ড রাবি।
৭৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপ এ সংঘর্ষ, গোলাগুলী, আহত ৬০।
৭৪। ইসলামি বিশ্ববিদ্যালয়ে খাবার নিয়ে শিবির-ছাত্রদল ক্যডারদের সংঘর্ষ গোলাগুলি, আহত ৫০।
৭৫। বরিশাল মেডিকেলে শিবির-ছাত্রদল ক্যডারদের সংঘর্ষ, আহত ১৫।
৭৬। পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রদলের হামলা, অধক্ষের প্রাণনাশের চেষ্টা।
৭৭। ছিনতাইকালে ঢাকা কলেজ ছাত্রদলের ২ নেতা গ্রেফতার।

আরও পড়ুন : ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ছাত্রদল-ছাত্র শিবির প্রথম হল দখল এবং হলে হলে নির্যাতনের ভীতিকর ‘সংস্কৃতি’র জন্ম দেয়

৭৮। রাজধানীর ৫টি কলেজ ঘিরে ছাত্রদলের বেপরোয়া চাঁদাবাজি।
৭৯। একে ৪৭ সহ গ্রেপ্তার ২ ছাত্রদল নেতা।
৮০। এক লাখ টাকার জাল নোট সহ ছাত্রদল নেতা গ্রেফতার।
৮১। বগুরায় আজিজুল হক কলেজের পাশে মেস থেকে ২০০ ছাত্রীকে এলাকাছাড়া করতে ছাত্রদলের তৎপরতা।

[এটাই কি বিএনপির “Take Back Bangladesh”!]

৮২। কুমিল্লা সরকারী কলেজে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিসহ অধক্ষের কক্ষ ভাংচুর করেছে ছাত্রদল নেতারা।
৮৩। জগন্নাথ হলে ছাত্রদলের হামলায় অনুষ্ঠান পণ্ড, ৫ প্রাধ্যক্ষ লাঞ্ছিত।
৮৪। জসীমউদ্দিন হলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০।
৮৫। বুয়েটে ছাত্র, পুলিশ, সাংবাদিক পিটিয়ে বদলা নিল ছাত্রদল।
৮৬। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দু-গ্রুপে বন্দুকযুদ্ধ বোমাবাজি, আহত ২০।
৮৭। অপহরণ মামলার আসামী ছাত্রদল নেতা একরামের এনএসআইতে যোগদান।
৮৯। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের চাপে অযোগ্য ৯৭ জন ভর্তি।
৯০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডাররা সাংবাদিক পিটিয়েছে।
৯১। ফেনী পরশুরাম কলেজে ৩ ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রদল।
৯২। রাজশাহীতে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে ছাত্রদল।
৯৩। ইসলামি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যপক ভাংচুর।

৯৪। চুয়াডাঙ্গায় র‌্যাবের গাড়ীতে ছাত্রদলের বোমা হামলা।
৯৫। ঢাকা মেডিকেলে কমিটি গঠন নিয়ে ছাত্রদলের ব্যপক ভাংচুর।
৯৬। কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ।
৯৭। ইসলামি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১২টি গাড়ী ভাংচুর।
৯৮। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাথে ছাত্রদল সংঘর্ষ, আহত ১০০।
৯৯। বিএল কলেজে ছাত্রলীগ উপর ছাত্রদলের হামলা। download
১০০। দিনাজপুর মেডিকেলে শিবির ছাত্রদল সংঘর্ষ। আহত ২০
১০১। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দু-গ্রুপ এ সংঘর্ষ, আহত ৩০
১০২। ইডেনে ভর্তি বানিজ্য নিয়ে ছাত্রদলের দু-গ্রুপ এ চুলাচুলি
১০৩। চট্টগ্রাম মেডিকেলে শিবির ছাত্রদল সংঘর্ষ, ভাংচুর, আগুন। কলেজ বন্ধ ঘোষনা।
১০৪। মুন্সীগঞ্জে ছাত্রদলের দু-গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ।

আরও পড়ুন :