যে মহানায়ক আমাদের স্বাধীনতা এনে দিল আগুনে পুড়ানো হলো তাঁর ম্যুরাল। এরপরেও বলবেন এটা মোদিবিরোধী বিক্ষোভ? দেশের নাগরিক হয়েও জনদুর্ভোগ সৃষ্টি করতে রাষ্ট্রীয় সম্পদের উপর আঘাত ; এ শুধু সম্ভব পাকিস্থানপন্থী হেফাজত সন্ত্রাসীদের পক্ষেই। কতো হত দরিদ্রের একমাত্র জমির দলিল পুড়ে ছাই ভূমি অফিসে লাগানো হেফাজত সন্ত্রাসীদের আগুনে। সুর সঙ্গীত ও সংস্কৃতির উপর যারা বারবার আঘাত করেছে সেই সন্ত্রাসীরা আবার পুড়িয়েছে গণগ্রন্থাগার ও আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। অকারণেই হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা। ধর্ম নিয়ে এতোটা বাড়াবাড়ি শুধু হেফাজতের পক্ষেই সম্ভব। এবার দেখুনতো আন্দোলনটা মোদীবিরোধী ছিলো নাকি বাংলাদেশবিরোধী ছিলো?
বিবেক দিয়ে বিচার করুন। এদের এখনি প্রতিহত করতে না পারলে পুড়বে আমার আপনার স্বপ্নের প্রিয় স্বদেশ বাংলাদেশ ।।
আমরা একাত্তরে হারি নাই, একুশেও হারবো না…