
আমেরিকা ১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলাদেশের স্বাধীনতা ও জাতির পিতা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছে।মানবাধিকার নিয়ে বুলি আওড়ানো যুক্তরাষ্ট্রেই দিন দিন ভয়াবহ হচ্ছে গুম-খুন। দেশটির ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের তথ্য বলছে, পুলিশের গুলিতে গত সাত বছরে নিহত হয়েছেন সাড়ে সাত হাজার মানুষ। অত্যাচারিত হওয়ার সংখ্যা কোটির কাছাকাছি। পৃথিবীর যে সকল দেশ নিজস্ব শক্তি নিয়ে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই সেই দেশকে দাবিয়ে রাখতে চায় পৃথিবীর ধনী রাষ্ট্রগুলি।
বাংলাদেশের কথিত বিরোধী দল বিএনপিও বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে লবিস্ট নিয়োগ দিয়েছিল। বাংলাদেশ সরকারের নিয়োগ করা লবিস্ট আর বিএনপি’র নিয়োগ করা লবিষ্ট এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। রয়েছে আলাদা উদ্দেশ্য বা পৃথক স্বার্থ।
[নালিশের ঝুড়ি হাতে আমেরিকার রাষ্ট্রদূতের দরবারে গোপন বৈটকে আমির খসরু ও শামা,নয়া মিথ্যাচারের অপেক্ষায় জাতি]
আজ(শনিবার) সকাল ৯:০০-১১:০০ ঘটিকা পর্যন্ত বিএনপি নেত্রী শামা ওবায়েদ ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ গুলশান-২ আমেরিকা ক্লাবে অবস্থান করেন।
এই সময় আমেরিকান রাষ্ট্রদূত ও তার স্ত্রী ০৮:৫৫ হতে ১২:১৫ ঘটিকা পর্যন্ত আমেরিকা ক্লাবে অবস্থান করেন।প্রায় ২ ঘন্টা গোপন বৈটক করেন বিএনপি এর সাথে আমেরিকার রাষ্ট্রদূত।সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকারকে বিএনপির ফর্মূলায় হাঁটার জন্য চাপ প্রয়োগের অনুরোধ করা হয়।
আরও পড়ুনঃ পদত্যাগের স্রোতে ভাসছে বিএনপি
বিএনপির এক সিনিয়র নেতা বলেন, নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বিএনপির নানারকম তালবাহানা এবং আব্দারে বিরক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা এবং রাষ্ট্রদূতগণ। প্রায়শঃ এসব বিষয়ে সরকারকে চাপ দিতে দূতাবাসগুলোতে বিএনপি নেতারা ধর্ণা দেন।
[নালিশের ঝুড়ি হাতে আমেরিকার রাষ্ট্রদূতের দরবারে গোপন বৈটকে আমির খসরু ও শামা,নয়া মিথ্যাচারের অপেক্ষায় জাতি]
তিনি আরও বলেন,বিএনপির রাজনীতি এখন রাতের বেলা বিভিন্ন দূতাবাসে যাওয়া, আর লাল-নীল রঙিন পানি খাওয়া। বিভিন্ন দূতাবাসে এরা ঘুরে বেড়ায়, পার্টি করে ,ঘরের মধ্যে পার্টি করা। ২০১৪ ও ২০১৮ সালেও বিভিন্ন দূতাবাসে ঘুরেছে,এগুলো করে কোনো লাভ হয়নি,এবারও হবে না।
আরও পড়ুনঃ
- মোশতাকের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করে জিয়ার সেনারা
- মুশফিকুল ফজল আনসারী – বিএনপি-কর্মী সাংবাদিক পরিচয়ে হোয়াইট হাউজ ও জাতিসংঘে, টার্গেট- আমেরিকা সরকারকে ম্যানেজ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা
- ষড়যন্ত্রের ছক কষছে বিএনপি, সে লক্ষ্যে ইতোমধ্যে বিএনপি ও জামায়াত নেতারা একাধিকবার গোপন বৈঠক করেছেন