বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার ঘোষণা - ঘাবড়ে গেলো টিক্কা খান
Declaration of Bangabandhu Tikka Khan BN বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার ঘোষণা - ঘাবড়ে যায় ২৫ মার্চের কসাই টিক্কা খান
বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার ঘোষণা – ঘাবড়ে গেলো টিক্কা খান

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত, ঘুমন্ত বাঙালি জাতির ওপর হামলে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। এরপরই, ২৬ মার্চ প্রথম প্রহরে, ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রেডিওর বিশেষ ফ্রিকোয়েন্সিতে সেই ঘোষণা শুনে পিলে চমকে যায় পাকিস্তানি জান্তাদের। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও পূর্বাঞ্চলের সেনা কমান্ডের প্রধান লে. জেনারেল টিক্কা খানের গোয়েন্দাদের রেডিওতেও ধরা পড়ে সেই ফিকোয়েন্সি। এরপর নিজের কানে শুনে সেই কণ্ঠ বঙ্গবন্ধুর বলে নিশ্চিত করে কসাই টিক্কা খান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের কাছে দেওয়া ইন্টারভিউতে এই তথ্য জানায় টিক্কা খান।

তথ্যসূত্র: পাকিস্তানি গবেষক ও লেখক আহমেদ সালিমের গ্রন্থ ‘পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দিজীবন’