
নেত্র নিউজের তাসনিম খলিলের বাংলাদেশবিরোধী প্রচারণার কথাতো আমাদের সবারই জানা। আসুন আজকে তাসনিম খলিলের বাবা খলিলুর রহমান কাসেমী সম্পর্কে জানি। ৭ ফেব্রুয়ারি ২০২১, মানবকণ্ঠে প্রকাশিত- ‘বিতর্কিত ৩ চরিত্র ও জোড়াতালি’ ষড়যন্ত্র প্রতিবেদনে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় তিনি আল-বদর সদস্য ছিলেন। অর্থাৎ তিনি তীব্রভাবে আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপি-জামায়াত মতাদর্শের ছিলেন এটি নিঃসন্দেহে প্রতীয়মান হয়। এই ব্যক্তির সন্তান তাসনিম খলিল বাংলাদেশবিরোধী হবে- এইটা খুবই স্বাভাবিক।
আপনি যে একটি কাল্পনিক তুলনামূলক চিত্র দেখছেন তা তৈরি করেছে শৈশবকাল থেকে প্রতারণায় হাতেখড়ি নেয়া ও যাকে তার বাবা ঘোষণা দিয়ে ত্যাজ্য করেছে সেই আল জাজিরার কথিত সাংবাদিক জুলকারনাইন সায়ের ‘সামি’।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে পালিয়ে আসা লোমহর্ষক এক অপরাধী সামির বিষয়ে অনুসন্ধান
যার জীবনের পেছনের পাতা উল্টালেই বেরিয়ে আসে একের পর এক কেলেঙ্কারি কার্যকলাপের চিত্র। ‘আই এম বাংলাদেশী’ পেইজ থেকে এটি প্রচার করছে সে। মজার ব্যাপার হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দোহাই দেয়া তাসনিম খলিলও এই পেইজের সঙ্গে জড়িত। পুরোপুরি বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ নিয়ে এ অপপ্রচার চলছে।
এই সংবাদের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান তুলে ধরার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক।
১. চালের দাম বিশ্বের সর্বোচ্চ বাংলাদেশে? আসুন সত্য জানি..
চালের দামে বিশ্বের ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৪তম। চালের দাম সবচেয়ে বেশি জাপানে। আর চালের দাম সবচেয়ে কম এমন ৪টি দেশের একটি বাংলাদেশ। সর্বনিম্ন দাম শ্রীলঙ্কায়, তারপর মিশর এবং তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ ও ভারতে চালের দাম সমান।
২. অর্থ পাচারে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ? আসুন সত্য জানি
অর্থ পাচারের সূচক নির্ণয়ে ঘুষ, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব সহ কয়েকটি ফ্যাক্টর বিবেচনা করা হয়। দক্ষিণ এশিয়ার গড় রিস্ক স্কোর ৬.৪।
পাকিস্তানের স্কোর = ৬.৩
ভারত = ৫.১৫
বাংলাদেশ = ৫.৮৮
আরো পড়ুনঃ বিশ্ব সূচকে বাংলাদেশ
ভারত দুটি সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও অর্থপাচার প্রসঙ্গে স্যাংশন স্ক্যানারে মন্তব্য করা হয়েছে: We list Afghanistan, India, and Pakistan as significant money laundering jurisdictions.
অর্থাৎ দক্ষিণ এশিয়ায় নেপাল ও বাংলাদেশের অবস্থান সবচেয়ে সন্তোষজনক।
৩. প্রাতিষ্ঠানিক শিক্ষার মানে এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ? আসুন সত্য জানি
সর্বনিম্ন শিক্ষার মানের তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র পাকিস্তানের নাম রয়েছে। ইউনেস্কোর এডুকেশন ইনডেক্সে বাংলাদেশে পাঁচ বছরে শিক্ষার উন্নয়ন হয়েছে ক্রমবর্ধমান হারে : 0.479 > 0.496 > 0.513 > 0.524 > 0.529
৪. ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধির হারে বিশ্বে প্রথম বাংলাদেশ? আসুন সত্য জানি
ধনী-দরিদ্র বৈষম্য রয়েছে এমন ১০টি দেশের তালিকায়ও বাংলাদেশের নাম নেই। এ সূচকে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার স্কোর ৩৯.৩, ভুটান ৩৭.৪, ভারত ৩৫.৭ এবং বাংলাদেশ ৩২.৪।
ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধির হারে বিশ্বে প্রথম হওয়াতো দূরের কথা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
৫. ধীরগতির ইন্টারনেট স্পীডে বিশ্বে তৃতীয় বাংলাদেশ? আসুন সত্য জানি
ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীডের ক্ষেত্রেঃ
ভারতের স্কোর ৬৪.০৩
বাংলাদেশ = ৪০.৩
পাকিস্তান = ১৩.৮৪
অর্থাৎ ইন্টারনেট স্পীডে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের স্থান।
রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী অপশক্তি নেত্র নিউজ গং ও নাগরিক টিভির গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে আগেই দেখেছেন আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ প্রতিবেদন। ওই প্রতিবেদনের প্রধান তিন চরিত্র বাংলাদেশে ব্যাপকভাবে বিতর্কিত এবং মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতাবিরোধী চক্রের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ আপনারা বহুবার পেয়েছেন। এবারের এই ষড়যন্ত্রটি তারই একটা অংশ মাত্র।
বাপে খেদানো ও দেশ থেকে পলাতক কিছু দেশদ্রোহীদের রাষ্ট্রবিরোধী চক্রান্ত প্রতিহত করাটা নিশ্চয়ই একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কর্তব্যের মধ্যেই পড়ে।
আরো পড়ুনঃ
- নেত্র নিউজ: মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিকৃতিই যাদের মূল এজেন্ডা
- তাসনিম খলিলের গুজব ও ব্যর্থতার উপাখ্যান
- বার্গম্যান ও খলিল: বিপরীত মেরুর দুই ব্যক্তি একজোট হলো কেনো?