প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশ সংবিধানের সপ্তম ভাগের ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা লিপিবদ্ধ রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত। এই নিয়মেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তবে নবগঠিত নির্বাচন কমিশনকে ঘিরে নানান অপপ্রচার শুরু করেছে ২০ দলীয় জোটের দলগুলো। তাদের ভাষ্য, এই কমিশন মোটেও নিরপেক্ষ হবে না।প্রধান নির্বাচন কমিশনার

আরও পড়ুনঃ পাকিস্তানি জেনারেল জানজুয়ার মৃত্যুতে কেন খালেদা জিয়ার শোকবার্তা

তাই এই কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না।কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, নবগঠিত এই কমিশনের প্রধান কমিশনার সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছিল বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই।বিশেষজ্ঞরা বলছেন, এবারই প্রথম নির্বাচন আইনের অধীনে গঠিত হয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এবারের নির্বাচন কমিশনে রয়েছে দুজন সাবেক সিনিয়র সচিব ও একজন সাবেক দায়রা জজ। যা নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথম। এই নির্বাচন কমিশন অবশ্যই জনগণের আস্থা পূরণে সক্ষম হবে।

আরও পড়ুনঃ