বিএনপি নেতা আখতারুজ্জামান

বিভিন্ন বক্তৃতা-বিবৃতিতে দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই বলে মন্তব্য করে বিএনপি, কিন্তু নিজেদের দলেই নেই গণতন্ত্রের চর্চা। দলের ভালোর জন্য গঠনমূলক সমালোচনাও সইতে পারেনা বিএনপি। আর তাই টকশোর বক্তব্যের জেরে বহিষ্কার হলেন বিএনপি নেতা আখতারুজ্জামান।

দলের ভবিষ্যৎ অন্ধকার দেখে টিভি টকশোতে নিজ দলের নেতাদেরকে নির্লজ্জ ও গরু-গাধা বলে উল্লেখ করে তৃণমূলের নেতা-কর্মীরা তাদের জুতাপেটা করবে বলে মন্তব্য করেছিলেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

আর এই বক্তব্য হজম করতে পারেনি বিএনপির হাইকমান্ড। আর তাই আজ ‘দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত’ মর্মে অভিযোগ তুলে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার (২০শে ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আরও পড়ুনঃ যে কারণে বহিষ্কার বিএনপির আখতারুজ্জামান

রুহুল কবীর রিজভী বলেন, দলীয় শৃংখলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) চ্যানেল আই এর ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান উপরোক্ত মন্তব্য করেন।

আরও পড়ুনঃ পদ আকড়ে থাকা ব্যর্থ নেতাদের কর্মীরা জুতাপেটা করবেই

উপস্থাপিকা সোমা ইসলামের করা ‘বিএনপির ভিশন না থাকার দায় সরাকারের কি না’ এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যেই দলে লজ্জশরম নাই, যেই দলের নেতা-কর্মীরা নেত্রীকে জেলে যাওয়ার পর রক্ত দিতে পারেনা, যেই দলে একটি ছেলে আজকে জীবন দিতে পারেনা, সেই দল ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ!

তিনি নেতাদের ব্যর্থ বলে উল্লেখ করে বলেন, তাদের অনেক আগে পদত্যাগ করা উচিৎ ছিলো, কিন্তু তারা অপেক্ষা করে আছে কবে কর্মীরা তাদের জুতাপেটা করবে! তখন যদি হয়!

বিএনপির এক সময়ের প্রভাবশালী এই নেতা দলের ব্যর্থতা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ব্যর্থ দায় তার। তাই তো আমরা বলছি নির্বাচনে যাবো না, তাইতো বলছি আপনার সঙ্গে কথা বলবো না, তাইতো বলছি আমরা আলোচনায় আসবো না। কারন আমি তো ব্যর্থ, পারবো না। আমি তো বলছি আন্দোলন করবো। আন্দোলনের নামে ঘন্টা বাজাবো।

[সত্য ফাঁস করায় বিএনপি থেকে বহিস্কার মেজর আখতারুজ্জামান]

বিএনপি তথা লন্ডনে পলাতক তারেক রহমানের খামখেয়ালী সিদ্ধান্তের সমালোচনা করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, আজ আমরা এই নির্বাচনের প্রসেসে নাই। থাকবো না! আমাদের নেতা বলেছেন নির্বাচনে যাবো না, এই কথায় আমরা আছি, এটার ওপর থাকবো।বিএনপি 5 সত্য ফাঁস করায় বিএনপি থেকে বহিস্কার মেজর (অব.) আখতারুজ্জামান

তার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত থাকা ডা. জাফরুল্লাহকে ব্যঙ্গ করে বলেন, যদি নির্বাচনে আসতে হয়, জাফরুল্লাহ স্যার তো আছেই! আইসা বলবো স্যার, আপনাকে আমরা সভাপতি বানাই দিলাম, আপনি শেখ হাসিনার সাথে একটা আলোচনা কইরা একটা নির্বাচনের রাস্তা কইরা দেন। ২/৪/১০টা সিট দিলেই হবে!

এই দেখেন না কতোগুলা গরুর বাচ্চা (বিএনপি নেতারা) এমপি হইছে।

তিনি আরও বলেন, জেনে রাখেন, নির্বাচন যথাসময়ে হবে। বিএনপি ২ বছর আন্দোলন আন্দোলন করে খেলবে, ২ বছর পর নির্বাচনে যাবে। এই ইসির অধীনের যাবে, এদের অধীনেই যাবে। এইটা লিখে রাখেন, এইটা জেনে রাখেন, এটিই হবে। হয়তো আরও ২/৪/৫/১০টা গরু-গাধা (বিএনপির এমপি) বাড়তে পারে।

আরও পড়ুনঃ বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন মেজর (অব.) আখতারুজ্জামান

হয়তো আমি আগামীতে সিট পাইতে পারি। আমি আরেকটা গাধা হয়ে আসতে পারি। কিন্তু নির্বাচন যথাসময়ে হবে, শেখ হাসিনার অধীনেই হবে। লন্ডন থেকে ওহি আসবে, আপনি নির্বাচনে যান।

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা আরও বলেন, মনোনয়ন ফরম কিনতে বিএনপি অফিসের পিওনকেও বখশিশ দিতে হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.)আখতারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।

আরও পড়ুনঃ