কনক-ইলিয়াস গং

সাড়ে চার মাস আগে ফাঁস হওয়া কনক সারওয়ার এর ফোনালাপের কথা কি মনে আছে?

আসুন আবার একটু শুনে নেই

 

খেয়াল করে দেখুন, জয়কে নিয়ে স্ক্যান্ডেল বানাতে ওপাশ থেকে কনক সারওয়ারকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। অবশেষে কনক সারওয়ার সফল হলেন। বানিয়ে ফেলেছে স্ক্যান্ডেল।

স্ক্রিপ্টে অনেক গোঁজামিল থাকলেও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে স্ক্যান্ডেল বানিয়ে এবারের মত নিজের চাকরি বাঁচালো কনক-ইলিয়াস গং।

আরও পড়ুনঃ