
জুয়ায় বিপুল অর্থ খুইয়ে, গলা পর্যন্ত মদ গিলে মাতাল অবস্থায় বউ পেটানোর মধ্য দিয়ে নতুন বছর শুরু করলেন বিএনপির ভারপ্রাপ্ত পলাতক চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্যের কিংস্টন এলাকার বাঙালি কমিউনিটি সূত্রে জানা যায়, নতুন বছর উদযাপনের অংশ হিসেবে লন্ডনের একটি ছোটখাট প্রাইভেট বার এন্ড ক্যাসিনো লাউঞ্জে জুয়া খেলে ১ লাখ পাউন্ড হেরেছেন তারেক। তার সঙ্গী কয়েকজন বিএনপি নেতা তাকে আপাতত থামতে বললেও জেদের বশবর্তী হয়ে খেলে যান ক্রমাগত, আর হারতে থাকেন।
পরে সেই ক্রোধ ভুলতে গলা পর্যন্ত মদ্যপান করেন তারেক। বারের ভেতরেই মাতলামি শুরু করে দেন। বাঙালি কমিউনিটির অনেকেই এ সময় সেই দৃশ্য মোবাইলে ধারণ করার চেষ্টা করলে তারেক রহমানের সঙ্গীরা তখন ওভারকোট দিয়ে তারেকের শরীর ঢেকে দিয়ে অনেকটা জোর করেই বার থেকে বের করে আনেন।
সবাই তাকে ধরাধরি করে গাড়িতে তুলে ফিরিয়ে নিয়ে আসেন নিজ বাড়িতে। এ সময় তার এমন বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্ত্রী জোবায়দা। দুজনের মাঝে মৃদু বচসাও হয় এ সময়। তখন রাগ সামলাতে না পেরে কোমরের বেল্ট খুলে তাকে বেদম প্রহার করেন তারেক।
সামরিক শাসক স্বৈরাচার জিয়াউর রহমানও এভাবে খালেদা জিয়াকে বেল্ট দিয়ে পেটাতেন, তারেককেও একইভাবে শাস্তি দিতেন। ড. এমাজউদ্দিন আহমদ তার এক স্মৃতিকথায় বিষয়টি উল্লেখ করেছিলেন। সেই একইভাবে তারেকও তার স্ত্রী ডা. জোবায়দাকে প্রহার করে বিতর্কের জন্ম দিয়েছেন।
কিংস্টনকেন্দ্রিক সূত্রটি বলছে, নতুন বছর ২০২২ শুরুর উদযাপন উপলক্ষে লন্ডনের উপকন্ঠে
দ্য ম্যারি প্ল্যাটার বারে আড্ডা দিতে যান। নতুন বছরে ভাগ্য যাচাই করতে জুয়ার বোর্ডে বসেন তারেক। শুরুর দিকে কয়েক দান জিতলেও পরবর্তীতে হারতে শুরু করেন তিনি।
আর মাত্র ২ ঘণ্টার মধ্যেই তারেক ১ লাখ পাউন্ড হেরে যান। হারের ঝাল মেটাতে শুরু করেন মদ্যপান। প্রায় এক বোতলের মত পান করেন তারেক। একপর্যায়ে বারের ভেতরই শুরু করেন মাতলামি। পরবর্তীতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন ও উপস্থিত যুবদল নেতারা মদ্যপ তারেককে উদ্ধার করে অনেক রাতে বাড়ি পৌঁছে দেন।
মদ্যপ তারেক বাসায় গিয়েই হৈচৈ শুরু করেন। আরো রেগে ওঠেন যখন জানতে পারেন কন্যা জাইমা রহমান বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছেন। পরবর্তীতে স্ত্রী জোবায়দা রহমানকে এজন্য দায়ী করলে উল্টো জোবায়দা মদ্যপান, জুয়া ও মাতলামি করার জন্য তারেককে তিরস্কার করেন। তর্কাতর্কির একপর্যায়ে মাতাল তারেক তার কোমরের বেল্ট খুলে বেদম প্রহার করেন স্ত্রীকে।
মধ্যরাতে তাদের পারিবারিক কলহ, উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালমন্দে পার্শ্ববর্তী ব্রিটিশ ও বাঙালি প্রতিবেশীরা বিরক্তি প্রকাশ করেন। জানা গেছে, শুধু নববর্ষেই নয় তারেক প্রায়শ মদ্যপান করে মাতাল হয়ে বাড়িতে এসে ভাঙচুর করেন, স্ত্রী জোবায়দার ওপর নির্যাতন চালান। তাদের এমন প্রাত্যহিক কর্মকাণ্ডে বিরক্ত প্রতিবেশীরাও।